গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই বেয়াইর মৃত
প্রকাশিত : ১৫:৪২, ৮ ডিসেম্বর ২০২৫
জামালপুরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ভুল করে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বেয়াই হন।
রোববার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কানকু মিয়া বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে। আর তার বেয়াই কমল মিয়ার বাড়ি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় বানিয়াপাড়া গ্রামের কমল মিয়ার বাড়িতে দুই বেয়াই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে গিয়ে ভুল করে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন। এতে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদেরকে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন কানকু মিয়া।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কমল মিয়া।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ও ইঁদুর মারার ট্যাবলেট একই রকম দেখতে হওয়ায় ভুল করে তারা দুই বেয়াই বিষ খেয়ে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএইচ
আরও পড়ুন










