ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ ১৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব: পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯:১০, ৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিকভাবে সহায়তা পেলে বাংলাদেশের পক্ষে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পবির্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।    

তিনি বলেন, “এমনিতে বাংলাদেশ পরিবহন বিদ্যুৎ ও শিল্পখাতে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ৫ শতাংশে কমিয়ে আনার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যদিও এটি বাংলাদেশের জন্য বাধ্যতামূলক নয়।”

আজ সকালে সিরডাপ মিলনায়তনে “কার্বণ নিঃসরণ কমানোর লক্ষ্যে বাংলাদেশে প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্ম পরিকল্পনা” শীর্ষক প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্যারিস চুক্তির আওতায় ২০১৫ সালে ইউনাইটেড নেশন্স ক্লাইমেট চেঞ্জ কনভেনশনে (ইউএনএফসিসিসি) বাংলাদেশ গ্রিণ হাউজ গ্যাস নিঃসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সেই অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ দেশি বিদেশি বিশেজ্ঞদের সহযোগিতায় “রোডম্যাপ এন্ড এ্যাকশন প্লান ফর ইমপ্লিমেন্টিং বাংলাদেশ এনডিসি, ট্রান্সপোর্ট, পাওয়ার এন্ড ইন্ডাস্ট্রি সেক্টরস” প্রণয়ন করা হয়েছে।

এই রোডম্যাপে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস ৫ শতাংশে কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কিন্তু আন্তর্জাতিক সহায়তা পেলে এর পরিমাণ আরো বাড়িয়ে ৩০ শতাংশ পর্যন্ত গ্রিন হাউজ গ্যাস কমানো সম্ভব। এজন্য তিনি উন্নত দেশসমূহের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা” প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ১০টি কর্মসূচির একটি। তাই বর্তমান সরকার ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিবহন, বিদ্যুৎ শিল্পখাত থেকে নিঃসরণ কমানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও আমরা গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।

তিনি আরো বলেন, আমরা বর্তমান সরকারের উন্নয়নের ধারায় টেকসই উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবো। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি