হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে
প্রকাশিত : ২২:২৪, ৮ জুলাই ২০২৫

ব্যাংক খাতে গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হাউজিং লোন এবং ক্রেডিট কার্ডের ঋণের সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সভায় এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রস্তাবের পর গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ বিষয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট বিতরণকৃত ঋণের মধ্যে মাত্র ২ থেকে ৩ শতাংশ হাউজিং লোন হিসেবে বরাদ্দ দেয়। পাশাপাশি একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ পেতে পারেন। তবে ব্যাংকের এমডিদের মতে, এই সীমা সময়োপযোগী নয় এবং তা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সভায় গভর্নর বলেন, “হাউজিং লোনের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি এমন একটি নীতিকাঠামো তৈরি করা হবে, যাতে একজন গ্রাহক তার প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী সহজেই গৃহঋণ নিতে পারেন।”
এছাড়া বর্তমানে একজন গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঋণসীমাও পুনর্বিবেচনা করে বাড়ানোর পরিকল্পনার কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাউজিং খাতে বিনিয়োগ বাড়বে এবং ভোক্তাদের ব্যক্তিগত ক্রয়ক্ষমতা জোরদার হবে। একইসঙ্গে আর্থিক খাতে প্রবাহ বাড়িয়ে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসএস//
আরও পড়ুন