ঢাকা, রবিবার   ২৫ মে ২০২৫

ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি ‘শক্তি’, সুন্দরবন থেকে সংকেত প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ২৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় 'শক্তি'র বাগেরহাটে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রবন্দর এলাকা থেকে সকল সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। 

আপাতত বাগেরহাটসহ উপকূলীয় সকল অঞ্চলে ঘূর্ণিঝড় 'শক্তি'র আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মোংলা কার্যালয়ের আবহাওয়াবিদ হারুন অর রশিদ।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। আমাদের এই অঞ্চলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। যার ফলে সমুদ্রবন্দর এলাকা থেকে সকল ধরনের সংকেত তুলে নেওয়া হয়েছে।

তবে, সকালে বাগেরহাটের উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল ১০টার পর থেকে বৃষ্টি থেমে গেছে। বর্তমানে গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। দুপুর পর্যন্ত জেলাজুড়ে গুমট আবহাওয়া বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি