চট্টগ্রামের পোলোগ্রাউন্ডে কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
প্রকাশিত : ১৭:৩১, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩১, ১৮ মার্চ ২০১৭
চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ’র উদ্যোগে পোলোগ্রাউন্ডে কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে এবারো অংশ নিবে থাইল্যান্ড।
সকালে চেম্বার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম এবং চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ তথ্য জানান। মেলায় ১৬টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৪টি মেগা প্যাভিলিয়ন, ৫টি প্রিমিয়ার প্যাভিলিয়ন এবং ১০টি স্ট্যার্ন্ডাট প্যাভিলিয়নসহ ৪৫০ এরও অধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া মেলায় নিজস্ব পণ্য নিয়ে থাকবে থাইল্যান্ড, ভারত, ইরান ও মরিশাস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।
আরও পড়ুন