ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চট্টগ্রামের বন্দর-ইপিজেড এলাকায় দুঃসহ যানজট

প্রকাশিত : ১৭:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বন্দর-ইপিজেড এলাকায় দুঃসহ যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ’জন্য অপরিকল্পিত নগরায়ন এবং ট্রাফিক পুলিশের অব্যস্থাপনাকে দায়ী করেছেন জনপ্রতিনিধি এবং নাগরিক আন্দোলনের নেতারা। বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়কটির যানজট নিরসনে সড়ক সম্প্রসারণ, ওভারপাস নির্মাণ, পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ রাখাসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি স্থানীয়দের। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা তেল শোধনাগার ইষ্টার্ণ রিফাইনারি, জ্বালানী তেল বিপননকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, সিইপিজেড, ড্রাইডক, আন্তর্জাতিক বিমান বন্দরসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে বন্দর-পতেঙ্গা সড়কে। যানজটের এই চিত্র নিত্যদিনের। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে লাগে ঘন্টার পর ঘন্টা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। যানজটের জন্য ট্রাফিক পুলিশের অব্যস্থাপনাকে দায়ী করলেন স্থানীয়রা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে যানজটের কারণে মানুষের দুর্ভোগের কথা। যানজট নিরসনে কিছু দাবিও তুলে ধরেন তারা। যানজটের জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্থানীয় সাংসদ। বন্দরনগরীর গুরুত্বপূর্ণ এ সড়কের যানজট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি