ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি আস্তানা থেকে আরো ১৬টি শক্তিশালী বোমা উদ্ধার

প্রকাশিত : ১৮:১০, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১০, ১৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি আস্তানা থেকে আরো ১৬টি শক্তিশালী বোমা পেয়েছে আইন শৃংখলা বাহিনী। এরমধ্যে একটি বোমা নিষ্ক্রিয় করা গেলেও বাকিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া বোমা তৈরীর জেলসহ বিভিন্ন ধরনের এসিড উদ্ধার করা হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি থেকে আটক জঙ্গি জসিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। সীতাকুন্ডে জঙ্গি আস্তানায় অভিযানের দু’দিন পর সকাল থেকেই বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, পিবিআই এবং সিআইডির ক্রাইমসিন ইউনিট তল্লশী অভিযান শুরু করে। আলোচিত ছায়ানীড়ের নীচ তলার একটি কক্ষ থেকে ৪০ লিটার ওজনের ৬ ড্রাম হাইড্রোজেন পারক্সাইড, নাইট্রিক এসিডসহ বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেন তারা। আরেকটি কক্ষ থেকে ১৫টি বোমা উদ্ধার করা হয়। বাড়ি ছাদ থেকে পাওয়া যায় আরো একটি বোমা। বোমাগুলোর ওজন ৪ থেকে ৫ কেজি। দুপুর দেড়টার দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বাড়ির ছাদে থাকা একটি বোমা নিষ্ক্রিয় করে। অভিযানের কারনে বড় ধরনের নাশকতা ঠেকানো গেছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা এদিকে আত্¥ঘাতি বোমা হামলায় নিহত দু’ জঙ্গিকে সনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। তারা হলেন নাইক্ষ্যংছড়ির উত্তর বাইশারি গ্রামের কামাল এবং জোবাইদা। পুলিশ জোবাইদার বাবা নুরুল আলমে আটক করেছে। এর আগে তার ছেলে জঙ্গি জসিমকে আটক করা হয়। এদিকে আটক হওয়া দু’ জঙ্গিকে ১২দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি