ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় দিনেদুপুরে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা করেছে দুবৃর্ত্তরা। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ।

চট্টগ্রামে দিনেদুপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যাঢাকা পোস্টের হাতে আসা একটি ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহসীন। তার পাশেই একটি গুলির খোসা পড়ে আছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি