ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে মাদ্রাসার ইমামকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১৮:০৩, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসার ইমামকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। আহত ইমামের স্বজনরা বাদি হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। হামলার শিকার ইমাম হাফেজ মাওলানা শাহ আলম নঈমী এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে সোমবার পাইন্দংয়ে আমিনুল উলুম গাউসিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসা মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করার সময় পেছন থেকে ছুরিকাঘাত করে এক যুবক। পালিয়ে যাবার সময় লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি