ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে সাকার বাড়ি ঘেরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে দন্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর গুডস হিলের বাড়ি ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বড়িটি ঘেরাও করে। এসময় তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী- সন্তানদের রাজনীতিতে নিষিদ্ধ ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানায়।

কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাহেদ মুরাদসহ অন্যান্যরা।

তারা বলেন, যুদ্ধাপরাধী সাকাকে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী শহীদ বলেছে। এটি দেশদ্রোহী বক্তব্য এবং লাল সবুজের পতাকার অবমাননা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি