ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা স্থগিত

প্রকাশিত : ১৮:০২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৭, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ধার্য করা বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে আইনবহির্ভূতভাবে ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি মেয়র, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি শেষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আয়কর বৃদ্ধির ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। কিন্তু গত বছরের অক্টোবর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শতকরা ১৭ ভাগ আদায় করছেন। বিষয়টি চ্যালেঞ্জ করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ ৪ জন হাইকোর্টে রিট দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি