ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

চবিতে জাতীয় শোক দিবস পালিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায়, শ্রদ্ধা ও ভালোবাসায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহন করে। এর মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং কালো ব্যাইজ ধারণ করা হয়।                           

আজ বুধবার সকাল ৯ টায় প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর ‘শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন একটি মহাগ্রন্থ।

যিনি বিশ্ব মানচিত্র স্থান করে দিয়েছেন বাংলাদেশ নামক একটি জাতি-রাষ্ট্র, যার জন্ম না হলে বাঙালি জাতি কোনদিনও অর্জন করতে পারতো না একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনিই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

তিনি আরো বলেন, জাতির জনকের হত্যার রক্তক্ষরণ বাঙালি জাতিকে যুগ যুগ ধরে বয়ে বেড়াতে হবে। এ বিশ্ব নেতা মানবতার প্রতীক, মানব মুক্তির অগ্রদূত, নিপীড়িত-নির্যাতিত মুক্তিকামী মানুষর আলোকবর্তিকা।

তিনি আরো বলেন, পচাত্তরের ১৫ আগস্ট হায়নার দল বঙ্গবন্ধুকে হত্যা করে চেয়েছিল একটি জাতি-রাষ্ট্রকে ধংস করতে। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদশের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশ বর্তমান উন্নয়ন-অগ্রগতির সকল সূচকে বিশ্বে এখন উন্নয়ন রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে।

আলাচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। আলাচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার,  কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফসর ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি