চলতি মাসেই শুরু এলএনজি’র সরবরাহ (ভিডিও)
প্রকাশিত : ১৪:৩৯, ৪ ডিসেম্বর ২০১৮

চলতি ডিসেম্বরেই শুরু হচ্ছে ৫০০ মিলিয়ন ঘনফুট লিকুফাইড ন্যাচারাল গ্যাস- এলএনজি’র সরবরাহ। এতে শিল্প ও গৃহস্থালির কাজে স্বস্তি মিলতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। এতে ঢাকায় প্রাকৃতিক গ্যাসের সংকট দ্রুত কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিস্টরা। এলএনজির সরবরাহে তবে মূল্য সহনীয় পর্যায়ে রাখা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ-জ্বালানিখাত নিয়ে শাহরিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ।
প্রতিদিনের গৃহস্থালির কাজে এমন বিড়ম্বনা কাটতে শুরু করেছে। ঢাকায় লিকুফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির সরবরাহ- শুরু হওয়ায় গ্যাসের চাপ বাড়ছে। ফলে সরবরাহ বাড়ায় কিছু স্বস্থির নিশ্বাস ফেলছেন গৃহীনিরা।
এলএনজি সরবরাহের জন্য মাহেশখালি-আনোয়ারা এবং আনোয়ারা-ফৌজদারহাট দুই ভাগে মোট ১২১ কিলোমিটার পাইপলাইন নির্মানের কাজ হাতে নেয় জ্বালানি বিভাগ। পাইপলাইন নির্মান কাজ ও যাবতীয় প্রস্তুতি শেষ হওয়ায় পর রাজধানীতে এবার এলএনজি সরবরাহ শুরু হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন, আমদানি করা গ্যাসের সরবরাহ শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
তবে আমদানিকৃত গ্যাসের সুফল সবার কাছে পৌছে দিতে চাইলে মূল্য সহণীয় পর্যায়ে রাখার কথাও বলছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন