চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধ
প্রকাশিত : ১২:৪৫, ১৪ মে ২০২৫

আন্তঃনগর সব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলের দাবিতে রেলস্টেশনে ট্রেন অবরোধ করে রাখে স্থানীয় জনগণ।
আজ বুধবার সকালে ঘন্টাধিক সময়ে সুশাসনের জন্য নাগরিক-সুজনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।
ট্রেন অবরোধকারী আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছাড়া ঢাকার সঙ্গে জরুরি চলাচলের জন্য চাঁপাইনবাবগঞ্জে কোন আন্তঃনগর ট্রেন নেই।
এমন অবস্থায়, স্থানীয় জনমানুষের দাবির প্রেক্ষিতে ধুমকেতু-পদ্মা-মধুমতি সিল্কসিটি আন্তঃনগর ট্রেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা চলাচলে দাবিতে রেলস্টেশনে অবস্থানরত রাজশাহীগামী একটি লোকাল ট্রেন অবরোধ করা হয়।
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চলাচলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন, গণস্বাক্ষর, জেলা প্রশাসক, পশ্চিম রেলের মহাব্যবস্থাপক, রেলওয়ের মহাপরিচালক, সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন