ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চিত্রা উদ্ধার : চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১২:১৬, ১৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ঢাকা খুলনা পথে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস। রেলের পাকশী অঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অসীম কুমার তালুকদার বলেন, রাত আটটা ৫৫ মিনিটে দুর্ঘটনা কবলিত চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিন পরিবর্তন করে নতুন ইঞ্জিন নিয়ে মুলাডুলি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। চিত্রা উদ্ধারের ফলে অন্যান্য রুটে যেসব ট্রেন অপেক্ষায় ছিল সেগুলো যাত্রা শুরু করেছে।

শনিবার বেলা দেড়টায় পাবনার ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ৩টা ২০ মিনিটে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। তবে কাজ করতে গিয়ে উদ্ধারকারী ক্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ে পাকশী অঞ্চলের সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে এর প্রধান করা হয়েছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি