ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চিনতে পারছেন? এই শিশুকন্যাই এখন বলিউডের জনপ্রিয় নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফুটফুটে এক ছোট্ট মেয়ে। পরনে ছোট্ট গোলাপি রঙের সালোয়ার কামিজ। গলায় ওড়না। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে মিষ্টি করে। এমনই এক খুদের ছবিতে মজেছেন নেটাগরিকরা। চিনতে পেরেছেন কি? এই কন্যাই কয়েক বছর ধরে বলিউডের এক্কেবারে প্রথম সারির নায়িকা।

এত ক্ষণে চিনতে না পারলে জেনে নিন, ছবির খুদে মেয়েটি সারা আলি খান। ছোটবেলার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারার পিসি সাবা পটৌদী।

‘কেদারনাথ’, ‘সিম্বা’— কেরিয়ারের শুরুতে এই দুই ছবির হাত ধরে বি-টাউনে ছাপ ফেলেছিলেন সইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা। ছবিতে তার ‘বাবলি’-স্বভাব মন কাড়ে দর্শকদের। মোহময়ী রূপেও ধরা দেন সারা।

সইফ-কন্যার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! প্রায়শই তার নানা ‘অবতার’ সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। বলিউডের এই কন্যা বেড়াতে যেতেও বড্ড ভালবাসেন। নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই তা টের পাওয়া যায়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি