ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

চিন্ময় ইস্যুতে ইসকনের বিবৃতি নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের হস্তক্ষেপ চেয়ে ইসকন বৈশ্বিক প্ল্যাটফর্ম বিবৃতি দিয়েছে, এমন একটি ভুয়া খবর ভারত ও বাংলাদেশের মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর রিউমর স্ক্যানার ডটকম’র।

অথচ চিন্ময় ইস্যুতে ভারতের হস্তক্ষেপ চেয়ে ইসকন বিবৃতি দিয়েছে, সম্প্রতি এমন ভুয়া খবর দিয়েছে ভারতের এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই), হিন্দুস্তান টাইমস, এই সময়, নিউজ-৯, ইকোনমিক টাইমস, ফার্স্টপোস্ট, ইন্ডিয়া টুডে, জি নিউজ, লাইভ মিন্ট, সিএনএন নিউজ-১৮, এবিপি আনন্দ, রিপাবলিক, ইন্ডিয়ান এক্সপ্রেস, মাতৃভূমি, দ্য হিন্দু, দৈনিক জাগরণ এবং উইয়ন।

এছাড়া একই ভুয়া খবর ছড়িয়েছে, বাংলাদেশের বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা, ঢাকা পোস্ট, ইনকিলাব, সময় টিভি, চ্যানেল আই, একুশে টিভি, সমকাল, জনকণ্ঠ, কালের কণ্ঠ, ভোরের কাগজ, ইত্তেফাক, আমাদের সময়, ইনডিপেনডেন্ট টেলিভিশন, যুগান্তর, যায়যায়দিন, মোহনা টিভি, বায়ান্ন টিভি, প্রতিদিনের সংবাদ, বাংলানিউজ-২৪ সহ আরো কয়েকটি নিউজ পোর্টালে।  

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে দেখেছে, আসলে চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় ইসকন কর্তৃপক্ষ ভারতের হস্তক্ষেপ চেয়ে আদৌ কোনো বিবৃতি দেয়নি। প্রকৃতপক্ষে, ভারতের কৃষ্ণ কনশাসনেস সোসাইটি (KCS) নামের ভিন্ন একটি সংগঠনের এক্স (সাবেক টুইটার) পোস্টের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মিডিয়ায় ওই ভুয়া খবর ছড়িয়েছে।

চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার নিশ্চিতের দাবি দিল্লিরচিন্ময় কৃষ্ণের আইনি অধিকার নিশ্চিতের দাবি দিল্লির
রিউমর স্ক্যানার দেখেছে, ওই এক্স অ্যাকাউন্টটি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। এছাড়া ইসকনের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব ও  এক্স অ্যাকাউন্টেও এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। বরং,  ইসকন স্পষ্টভাবে উল্লেখ করেছে, চিন্ময় কৃষ্ণ দাস সংগঠনটির আনুষ্ঠানিক প্রতিনিধি নন।

এছাড়া, ইসকন বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে, চিন্ময়কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গত জুলাই মাসে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি