ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ১১:৩৫, ১১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চীনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। অন্তত আর ১৩জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির শানজি প্রদেশে রোড-ট্যানেলের দেওয়ালের সঙ্গে একটি বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা বরাত দিয়ে বিবিসি অনলাইন সংস্করণ এ খবর দিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়ার খবরে বলা হয়, শেংডু থেকে লুওয়াংগামী বাসটি স্থানীয় সময় বৃহস্পতিবার ঠিক মধ্যরাতের দিকে জিয়ান-হানঝং ট্যানেলে দুর্ঘটনায় পতিত হয়। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ২০১৩ সালে চীনে সড়ক ‍দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চীন সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি