ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

চৌহালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশিত : ২০:০১, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত শিরিন আক্তার (১৯) এর লাশ খাশকাউলিয়ার বাড়ি হতে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর  থেকে তার স্বামী নাসির উদ্দিন পলাতক রয়েছে।

পুলিশ ও নিহতের ভাই সেলিম মোল্লা জানান,গত ৩ মাস আগে খাসপুকুরিয়া গ্রামের শফি মোল্লার মেয়ে শিরিনের খাসকাউলিয়া গ্রামের  দরবেশ আলীর ছেলে নাসিরের বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির তার স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এই ব্যাপারে নিহত মেয়েটির ভাই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেছে। আসামীকে ধরতে চেষ্টা চলছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি