ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ পিতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৮, ৩০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে ছেলেকে কুপিয়ে হত্যার করেছে এক পিতা। এরপর সে থানায় আত্মসমর্পণ করেন।  

মঙ্গলবার রাতে শ্রীপুরের নানাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মো. আনোয়ার হোসেন মোহাম্মদ আলীর ছেলে। গেল রাতে পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। ছেলে মাদকাসক্ত ছিল।

এ ঘটনার পরই পিতা মোহাম্মদ আলী শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি