ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

জঙ্গিবাদের বিরুদ্ধে নারীদের জেগে উঠার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ৬ মে ২০১৭ | আপডেট: ১৬:৩৪, ৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ বিশিষ্ট নারীকে সম্মাননা জানালো পাক্ষিক ম্যাগাজিন অনন্যা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নারীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন; এবার তাদের জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। অনন্যার এ উদ্যোগের সফলতাও কামনা করেন কৃষিমন্ত্রী।

১৯৯৩ সাল থেকে সফল নারীদের সম্মাননা প্রদান করে আসছে অনন্যা। প্রতিবারের মত এবার ১০ সফল নারীকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে সফল ১০ নারীর জীবন-সংগ্রাম এবং সফলতা প্রামান্য চিত্রে তুলে ধরা হয়। কাজের স্বীকৃতি হিসেবে পরে কৃষিমন্ত্রী তাদের হাতে সম্মাননা তুলে দেন।

এবার সম্মাননা পেয়েছেন:
১. শিক্ষায় অধ্যাপক- পারভীন হাসান
২. রাজনীতিতে- সেলিনা হায়াত আইভী
৩. বিজ্ঞান গবেষণায়- জেবা ইসলাম
৪. অভিনয়ে- সাবেরী আলম
৫. শোলাশিল্পে- নিশা রাণী মালাকার
৬. প্রতিবন্ধী অধিকার কর্মী- আশরাফুন নাহার
৭. আদিবাসী অধিকার কর্মী- বাসন্তী মুরমু
৮. মক্তিযোদ্ধা গবেষণায়- সুরমা জাহিদ
৯. খেলাধুলায়- সাবিনা খাতুন
১০. অদম্য সাহসী- তাসমিনা আক্তার

বছরের আলোচিত এসব সফল নারীরা তাদের কাজের অভিজ্ঞতা এবং কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিগত বছরের মত ভবিষতেও নারীদের মুখ বন্ধ না রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এধরনের সম্মাননা প্রদান আগামী দিনে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে আসা নারীরা।

https://youtu.be/wJiezKIfu-U


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি