ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

জঙ্গীবাদ বৈশ্বিক সমস্যা; অভিভাভকদের সতর্ক থাকার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৩:৩৪, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

জংগীবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে জংগীবাদে যেন কেউ জড়িয়ে পরতে না পারে সেদিকে অভিভাভকদের সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধণায় তিনি একথা বলেন। বিএনপির সন্ত্রাসবাদী ও খুনের রাজনীতির কথা তুলে ধরতে সবাইকে আহবান জানান তিনি। ৩০ মে মঙ্গলবার আইএইএ এর কারিগরি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর, প্রথমবারের মতো বাংলাদেশী সরকার প্রধান হিসেবে অস্ট্রিয়া সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর আড়াইটায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখেন ভিয়েনার মাটিতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-এর ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান অস্ট্রিয়া সরকারের ফেডারেল চ্যান্সেলারি মুনা ডুজদার, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

পরে মোটর শোভাযাত্রা যোগে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয় ভিয়েনার হোটেল ইম্পেরিয়ালে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানায় ইউরোপীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
পরে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধণা জানায় অস্ট্রিয়া আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে প্রবাসী বাঙালীরা।
আবেগঘন কন্ঠে প্রধানমন্ত্রী স্মরণ করেন জাতির পিতাসহ নিজ স্বজন হারানোর ভয়াল সেই দিনটির কথা।
প্রবাসীরা সব সময় জাতির বিপদে পাশে থাকেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের ভূয়সী প্রসংসা করেন।
বিএনপিকে মানসিক বিকারগ্রস্থ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাজনীতি নয়, মানুষ হত্যা করাই তাদের কাজ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি