ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জন্মদিনে বাইকে হই-হুল্লোড়, প্রাণ গেল কলেজছাত্রের

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৬:১০, ৩ ডিসেম্বর ২০১৯

জন্মদিনে মোটরবাইকে প্রাণ হারালেন অন্তর

জন্মদিনে মোটরবাইকে প্রাণ হারালেন অন্তর

Ekushey Television Ltd.

জন্মদিন পালন করতে বন্ধুদের নিয়ে সারাদিন মোটরবাইকে চড়ে হই-হুল্লোড় করে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন জাহিদুল ইসলাম অন্তর (২২) নামে এক কলেজছাত্র। আহত হয়েছেন তার পেছনে থাকা দুই বন্ধু। 

সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দোহার থানার এসআই মো. মোফাজ্জেল হোসেন জানিয়েছেন।

নিহত অন্তর উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামের মো. নাসির আহম্মেদের ছেলে ও জয়পাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় নিহতের দুই বন্ধু বাঁধন (২২) ও নিপু (২১) গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এসআই মোফাজ্জেল।

তিনি বলেন, সোমবার অন্তরের জন্মদিন ছিল। সারাদিন হই-হুল্লোড় করে মোটরবাইকের পেছনে তার দুই বন্ধুকে বসিয়ে সে নিজে মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। 

পথে ওই এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির গেটের সঙ্গে ধাক্কা খেয়ে তারা তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন ও আহত দুইজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সংবাদ পেয়ে নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি