ঢাকা, রবিবার   ২৮ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ রাখা হলেও আজ ভোর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

আজ রোববার সকাল থেকে আবারও বিএসএফের উস্কানিতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নিয়েছে। 

বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে। 

এর আগেও পরপর দুই বার  সীমান্তের ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা চলছিল। 

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 

এতে সীমান্তের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি