ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশই বেশি আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১০ মে ২০১৭ | আপডেট: ১৭:৪৮, ১০ মে ২০১৭

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবে বাংলাদেশই বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর উদ্যোগ নেয়া হলেও দেশি-বিদেশী সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা আছে বলে মন্তব্য করেছেন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের মহাসচিব ড. জাভেদ মুত্তাগি।

জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে রাজধানীর একটি হোটেলে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের তৃতীয় গণমাধ্যম সম্মেলন। সবার জন্য তথ্য: জীবন রক্ষায় গণমাধ্যম এই প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দিয়ে গণমাধ্যম জীবন ও প্রকৃতি রক্ষায় ভুমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি। প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এরমধ্যে সন্ত্রাসবাদ দমন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সম্মেলনে এবিইউ মহাসচিব জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা আছে বাংলাদেশের।

ক্ষতিগ্রস্থ বিভিন্ন দেশের প্রায় অর্ধ শতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ অংশ নিয়েছেন এই সম্মেলনে।  যা আগামী ১২ মে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।


https://youtu.be/uYzgQ5nvvFA


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি