ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

জাতিসংঘকে রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২২ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:১১, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রতিশ্রুতির বাস্তবায়ন, দৃঢ়ভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতিসংঘকে সঠিক পথে রাখতে- ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত’ রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভু-রাজনৈতিক বৈরিতা বা বিরোধ নিরসনের তাগিদও দেন তিনি। করোনায় ভার্চুয়ালী জাতিসংঘের ৭৫তম অধিবেশনে তিনি এ আহবান জানান।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে নিউইয়র্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব- সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখনও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তা করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। সে সময় ভূ-রাজনৈতিক বিরোধ থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিশ্ববাসীর কল্যাণ ও উন্নয়নে জাতিসংঘের সব কর্মীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি