জাতীয় কবির চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহবান
প্রকাশিত : ২০:৫৫, ২৫ মে ২০১৭ | আপডেট: ০০:০৭, ২৬ মে ২০১৭

ভেদাভেদ ভুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত, অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিকেলে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, নজরুলের লেখনিতেই রয়েছে অসাম্প্রদায়িক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্দেশনা।
সাম্যের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের একশো ১৮ তম জন্মজয়ন্তীতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ গড়তে নজরুলের লেখার ভাবাদর্শ তুলে ধরেন বক্তারা।
ভক্সপপ: খিলখিল কাজী/আসাদুজ্জামান নূর
রাষ্ট্রপতি বলেন, ভারতীয় উপমহাদেশে ধর্মান্ধতা, সাম্পদ্রায়িকতা, সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে নজরুলের ভূমিকা ছিল অনন্য।
বিদ্রোহী কবির চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান রাষ্ট্রপতি।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
আরও পড়ুন