ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জাপান সাগরে ব্যালাস্টিক নিক্ষেপ উত্তর কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১০:০৯, ৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়া জাপান সাগরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির অভিযোগ, দেশের পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউহাপ নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোঁড়া হয়। অপরদিকে, টোকিও জানায়, জাপান সাগরের অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে এ অঞ্চলে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্রটি প্রায় প্রায় ৪০ মিনিট উড়ে ৯৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর জাপান সাগরে পতিত হয়েছে।

এর একদিন আগেই উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বন্ধে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর উত্তর কোরিয়া যে কয়টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি ১১তম। গত মে মাসে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

সুত্র: বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি