ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

জামালপুরে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে আব্দুল খালেক নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও পাঁচজন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি একেএম আমিনুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে দেওয়ানগঞ্জর চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় দূর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেক নামে এক যুবলীগ কর্মী নিহত হওয়াসহ আহত হয় আরও পাঁচজন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত আব্দুল খালেক আওয়ামী লীগের বিদ্যোহী প্রার্থী সোলাইমান হোসেন সোলাই এর ভাইরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি