ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

জামালপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জামালপুরে দুই সিএনজির মুখোমুখি সংর্ঘষে হেলেনুর রহমান নামে এক পুলিশের এএসআই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের হেলেনুর রহমানের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আট পয়লা গ্রামে। এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঢাকার এসবি’র এএসআই হেলানুর রহমান ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সড়ক পথে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে জামালপুর থেকে রওনা দিলে তাকে বহনকারী সিএনজি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চারঘাট এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি