জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে দুর্নীতি থাকবে না : এ টি এম আজহারুল ইসলাম
প্রকাশিত : ২৩:১৪, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৪, ২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের ম্যান্ডেট পেয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে দুর্নীতি নির্মূল হবে।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘‘বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের অসংখ্য নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। ফরিদপুরের দুজন শীর্ষ নেতাসহ অসংখ্য নেতাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। তারা ভেবেছিল নেতাদের ফাঁসি দিয়ে ইসলামের কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। এই দেশে ইসলামের ঝান্ডা উড়বেই এবং ইসলামী সমাজ কায়েম হবে।’’
তিনি আরও বলেন, "আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। বিগত বছরগুলোতে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা পাচার না হলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত হতো। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বা দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে। তখন দেশের কোনো অভাব থাকবে না, বিদেশ থেকে মানুষ উল্টো এ দেশে চাকরি করতে আসবে।"
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, "বিগত সরকারের আমলে হিন্দুদের ওপর অত্যাচার হতো, কিন্তু এ বছর দুর্গাপূজায় কোনো হামলা বা মন্দির ভাঙচুর হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমসহ দেশের প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আমরা এই দেশকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলব।"
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা চব্বিশের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না। নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার নির্বাচন।’’
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আগামীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই জামায়াত নেতা।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন-এর সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুরের চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফরিদপুর-১ আসনের ডা. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের মাওলানা সোহরাব হোসেন, ফরিদপুর-৩ (সদর) আসনের অধ্যাপক আবদুত তাওয়াব ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন কে পরিচয় করিয়ে দেয়া হয়।
এমআর//
আরও পড়ুন










