জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে: শফিকুর রহমান
প্রকাশিত : ১৮:২০, ২৪ জানুয়ারি ২০২৬
দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত ও গুনগত পরিবর্তনের কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, এবার নির্বাচন হবে দুর্নীতি অনিয়ম দখল চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা নিজেরা কেউ অনিয়ম দুর্নীতি করব না কাউকে করতেও দেবে না।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, আমরা দেশকে বিভক্ত করতে চাই না, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে চাই। যারা বিভক্ত করতে চায়, তারা অন্যকে সুবিধা দেয়ার জন্য বিভক্তির রাজনীতি করে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। নৈতিকতা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
তিনি হঁ্যা ভোট দেয়ার আহবান জানিয়ে ডাঃ শফিকুর রহমান বলেন, দেশের মানুষের সৃতিশীলতা ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের বিচার, হাদী হত্যার বিচার, গণতন্ত্রের সুদূরপ্রসার এবং জাতীয় ঐক্য করতে হঁ্যা ভোট দিতে হবে। আর না ভোট হলো ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ আসা।
এ সময় জায়ামাতে আমীর ডাক্তার শফিকুর রহমান সিরাজগঞ্জের ৬টি আসনে দল দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে সবাইকে বিজয়ী করতে আহবান জানান।
এ জনসভায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহিনুর আলমের সভাপতিত্বে ১০ দলীয় জোটের সিনিয়র নেতা এবং ছয়টি আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন।
এএইচ
আরও পড়ুন










