ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জার্মানিতে নাইট ক্লাবে গুলি: নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:৫৩, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

জার্মানির একটি নাইট ক্লাবে গোলাগুলিতে এক হামলাকারীসহ দুইজন নিহত হয়েছে। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় কনস্ট্যানস শহরের ম্যাক্স-স্টরমায়ার সড়কের গ্রে নাইটক্লাবে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন সংস্কারণ এ খবর দিয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি ওই নাইট ক্লাবটিতে ঢুকে স্বয়ংক্রিয় পিস্তেল থেকে গুলি শুরু করে। এসময় ভেতরে থাকা অতিথিরা লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

নাইট ক্লাবের একজন ডোর ম্যান হামলাকারীকে ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হন। তবে হামলাকারীর পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।

 

আর/টিকে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি