ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জাহাজের ধাক্কায় ট্রাঙ্কারের তেল কীর্তনখোলায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বরিশালের কীর্তনখোলা নদীতে ফ্লাইঅ্যাশবাহী একটি কার্গো জাহাজের সঙ্গে জ্বালানি তেল বোঝাই ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার নদীটির চরকাউয়া এলাকায় এ দুর্ঘটনায় নৌযান দুটি ক্ষতিগ্রস্ত হলেও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনায় ট্যাঙ্কার থেকে বেশ কিছু পরিমাণ ডিজেল নদীতে পড়লেও তার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক এর কমান্ডার রফিকুল ইসলাম জানান, সাড়ে নয় লাখ লিটার ডিজেল ও তিন লাখ লিটার পেট্রোল নিয়ে এমটি ফজর নামের ট্যাঙ্কারটি চট্টগ্রাম থেকে বরিশালের যমুনা তেল ডিপোতে আসে।

একই সময় মংলা থেকে ঢাকাগামী ফ্লাইঅ্যাশবাহী এমভি মা-বাবার দোয়া ২ নামের কার্গোটি বরিশাল পার হচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই নৌযানের-ই কিছু অংশ দুমড়ে মুচড়ে যায় বলে জানান তিনি।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি