ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

জয়পুরহাটে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৭:১৮, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামের সাঁওতাল পাড়া এলাকায় মেরিনা খাতুনকে (৪০)  কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী ছানোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার রাতে মেরিনাকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়। গতকাল সোমবার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় ছেলে সোহেল বাদী হয়ে সোমবার রাতে তার সৎ বাবা ছানোয়ারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেরিনা তার বাবা একই গ্রামের মৃত আব্দুস সোবাহানের বাড়ির পাশেই দ্বিতীয় স্বামী ছানোয়ারকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রোববার দিবাগত রাত দেড়টার দিকে তার স্বামীর চিৎকারে গ্রামবাসী এসে দেখতে পায় মেরিনা মৃত অবস্থায় ঘরে পড়ে আছে। এলাকাবাসীকে তার স্বামী জানায় ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। এলাকাবাসী আসার পর ছানোয়ার পালিয়ে গেলেও সকালে বাড়ি ফিরে আসেন। তার স্বামী মাদকাসক্ত ছিল।

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান জানান, ঘটনার দিন সকালে মেরিনার স্বামী ছানোয়ার হোসেনকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি