ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জয়াকেই পছন্দ শ্রীকান্ত মোহতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:২৯, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভাল চরিত্র না পাওয়ায় সরে গেলেন স্বস্তিকা। এমনটাই জানা গেছে। তার জায়গায় অভিনয় করবেন জয়া আহসান। বলছি বিরসার পরবর্তী ছবির কথা। যে চরিত্রের জন্য নায়িকাকে প্রস্তাব দেন প্রযোজক শ্রীকান্ত মোহতা।

বিরসার পরবর্তী ছবির অভিনেত্রীদের সঙ্গে জয়ার ছবি দেখেই শুরু হয় গুঞ্জন। তবে সম্প্রতি সব জল্পনার অবসান করে দিলেন বিরসা দাশগুপ্ত নিজে। রাইমা সেন বা তনুশ্রী নয়! জানিয়ে দিলেন, ‘ক্রিসক্রস’ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান।

তবে এই চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন স্বস্তিকা। কিন্তু চরিত্রে তেমন জোর নেই বলে না করেন অভিনেত্রী। তারপরই জয়াকে বেছে নেওয়া হয়। পরিচালক জানিয়েছেন, ” এই চরিত্রের জন্য প্রথমে শ্রীকান্তদা (মোহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয় জয়ার।” আপাতত শুটিং ফ্লোরে জমিয়ে চলছে ‘ক্রিসক্রস’ শ্যুটিং।

ছবির সঙ্গীত নির্দেশনার দায়িত্বে আছেন প্রীতম। টুইট করে পুরো টিমকে শুভেচ্ছা জানান তিনি। তা নিয়ে উচ্ছ্বসিত পরিচালক। সেই সঙ্গে তিনি বলেন, “চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে কথা হওয়ার পরে ওই চরিত্রটা বহু বার রিওয়র্ক করি।”

তবে ছবির মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। সবকিছু ঠিক থাকলে হয়ত পুজোয় মুক্তি পেতে পারে বিরসার ‘ক্রিসক্রস’।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি