ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঝিনাইদহে আওয়ামী লীগের মোটরসাইকেল র‍্যালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসির দাবিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মোটর সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্টিত হয়েছে।   

সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর থেকে পাঁচ হাজার মোটর সাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী একটি র‌্যালি বের করে।  

র‍্যালি শেষে পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, অবিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল আসামীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে।   

তিনি আরও বলেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় যাবে।   

এর আগে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ও ডাকবাংলা বাজার ও হরিনাকুন্ডু এলাকা ঘুরে একই স্থানে এসে মোটরসাইকেল র‍্যালি শেষ হয়।

এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের  নেতৃবৃন্দ ব্যক্তব্য দেন।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি