ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ঝিনাইদহ সরকারি ছাগল উন্নয়ন উপকেন্দ্রর বেহাল দশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২২ মে ২০১৭ | আপডেট: ১৩:৪৬, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

লোকবলের অভাবে বছরের পর বছর খুড়িয়ে চলছে ঝিনাইদহ সরকারি ছাগল উন্নয়ন উপকেন্দ্র। রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে এখন এটির বেহাল দশা। এতে কাক্সিক্ষত ফল না পাওয়ায় কমে যাচ্ছে বাণিজ্যিকভাবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মান উন্নয়ন ও প্রজননের জন্য ১৯৯৬ সালে সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে ৫ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় সরকারি ছাগল উন্নয়ন উপকেন্দ্র। এরপর থেকে জেলায় শুরু হয় বাণিজ্যিকভাবে ছাগল পালন।
কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙ্গে গেছে ছাগল রাখা ও প্রজননের ঘরগুলো। নষ্ট হয়ে গেছে রোদ-বৃষ্টি থেকে রক্ষার পর্দাও। নেই খাবারের জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা। আর লোকবলের সংকট তো আছেই।
জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, ৬টি উপজেলায় ২ শতাধিক খামারে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের সাথে জড়িত লক্ষাধিক পরিবার। কিন্তু উপকেন্দ্র থেকে সুস্থ-সবল বাচ্চা সরবরাহ করতে না পারায় দিনে দিনে কমছে বাণিজ্যিকভাবে ছাগল পালনের সংখ্যা।
তবে ব্ল্যাক বেঙ্গল জাতের দেশীয় ছাগল উন্নয়নে কাজ করার কথা জানান প্রানীসম্পদ কর্মকর্তা।
এই জাতের ছাগলের চাষ আরও বাড়ানো গেলে মাংসের ঘাটতি পূরণের পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি