ঢাকা, রবিবার   ২১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের শপথ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ২১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শপথ বাক্য পাঠ করেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। 

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরায় আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে প্রার্থীরা এ শপথ বাক্য পাঠ করেন। 

ডেমোক্রেসি ইন্টারন্যাশলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি, জাতীয় নাগরিক পার্টির মনোনিত প্রার্থী মাসুদুর রহমান রাসেল।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার, জেলার সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সম্প্রতির সংলাপ পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলার সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
সংলাপে পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা, দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি শান্তি বজায় রাখার নির্দেশনা ও আন্তরিক আহ্বান জানানো হয়।

দলে বা এলাকায় কোনো রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হলে, তা নিরসনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের প্রার্থীরা। সম্ভাব্য সংঘাতের ঝুঁকি দেখা দিলে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তা প্রশমিত করতে উদ্যোগ গ্রহন করা হয়। 

যদি কোন ধরনের সহিংসতার পূর্বাভাস লক্ষনীয় হয় তবে তা দ্রুততার সাথে প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট থাকা এবং ভিন্ন দল থেকে সহিংসতার সূত্রপাত হলে আক্রমাণত্মক না হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট থাকার কথাও বলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি