টাঙ্গাইলে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ১৫০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
প্রকাশিত : ২০:০৭, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ২০:১৫, ১২ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে মেডিসিন, গাইনি, সার্জারি, শিশু ও চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।
সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে এবং ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও ২৪ ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। এতে প্রায় ১,৫০০ রোগীকে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ এবং ১৫০ জনকে চশমা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান (এএফডব্লিউসি, পিএসসি)। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় চালু থাকবে।”
এই উদ্যোগে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় এমন আয়োজন সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।
এসএস//
আরও পড়ুন