ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ আজ

প্রকাশিত : ০৯:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলার ইয়াবা ব্যবসায়ীরা আজ শনিবার আত্মসমর্পণ করছেন। ইয়াবা ব্যবসায়ীদের আলোচিত আত্মসমর্পণ অনুষ্ঠানটি হবে সকাল ১০টার দিকে। এ জন্য টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণের জন্য মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।

জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এই আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এবং এর আগের দিন কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ আত্মসমর্পণ অনুষ্ঠান।

টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা কামনা করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি