ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা কেড়ে নেওয়া শুরু
প্রকাশিত : ১৭:৪৩, ২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৩, ২ জুলাই ২০১৭

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা কেড়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস।
রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে শুরু করে প্রতিরক্ষা দপ্তরের বাজেট ইস্যুতে হোয়াইট হাউসের ক্ষমতা খর্ব করার প্রস্তাব করেছেন খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা।এর মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা ট্রাম্প প্রশাসনের আকাংক্ষাকে এড়িয়ে যাচ্ছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, মার্কিন কংগ্রেস তার ক্ষমতা কেড়ে নিচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে মার্কিন দুই সাংবাদিকের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন ট্রাম্প।
আরও পড়ুন