ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

ট্রাম্পের হাত থেকে পুরস্কার নিতে রাজী নন হলিউড তারকা টম ক্রুজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৬ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার অনার গ্রহণ করছেন না হলিউড তারকা টম ক্রুজ। ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, ‘সময়সূচির জটিলতার’ কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, কেবল সময়সূচি না মেলায় এই সম্মাননা গ্রহণে রাজি হননি টম। এ বিষয়ে তার মুখপাত্রও কোনো মন্তব্য করেননি।

পুরস্কার গ্রহণ না করা নিয়ে টম ক্রুজের মুখপাত্রের সঙ্গে যোগযোগ করলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট। এ ছাড়া তালিকায় আছেন ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস ও ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘ফ্যান্টম অব দ্য অপেরা’র প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।

২০২৫ সালের কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর এবং সিবিএস টেলিভিশনে সম্প্রচারিত হবে বলে জানানো হয়েছে।

এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালনার ঘোষণা দিয়েছেন।

কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে চালু হওয়া এই কেন্দ্র বহুদিন ধরে দুই প্রধান রাজনৈতিক দলের সমান সমর্থন পেয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি