ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১০, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপন রায় (৩)। রোববার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রিপন রায় ওই গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান ছিল।

এঘটনার সত্যতা নিশ্চিত করেন নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী জানান, রিপন রায়ের মা ও দাদা দাদি সবাই গরুর জন্য ঘাস আনতে মাঠে যায়। তখন বাবার সঙ্গে বাড়িতে ছিল শিশু রিপন রায়। খেলার জন্য রিপন বাড়ি থেকে বের হয়ে পুকুরের পাশে গিয়ে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজি করতে গিয়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে এবং মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলে আনেন।

এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি