ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্যের বিরুদ্ধে বাদীপক্ষের মামলা

প্রকাশিত : ২৩:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ঠাকুরগাঁও আদালত বাদীদের পক্ষ হতে বিজিবির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে। এই ঘটনার পর থানায় মামলা গ্রহণ না করায় বাদীপক্ষ আদালতের শরণাপন্ন হয়। জেলার হরিপুর উপজেলার বহরমপুরে বিজিবি-গ্রামবাসীর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এতে ৩ জন নিহত হয়।

রোববার হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেছেন বলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক জানিয়েছেন।

মামলায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ’ জনকে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গৃহস্থের বাড়ির গরু চোরাচালানের গরু বলে জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিজিবি’র এলোপাথারী গুলিতে একশিশু ও এক শিক্ষকসহ গ্রামের তিনজন সাধারণ মানুষ নিহত হয়। এ ঘটনার পর বিজিবি নিহত দু’জনের নাম ও ১৯ জনের নামসহ অজ্ঞাত আড়াই শতাধিক ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি