ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ঠাকুরগাঁয়ে একই পরিবারের দু`জনের মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর সনগাঁও গ্রামে দুদিনে একই পরিবারের দুজন মারা গেছে। এছাড়া অসুস্থ হয়ে একই পরিবারের আরও ৩ জন গিয়াসউদ্দীন খলিফার ৩ ছেলে হাজিরুল ইসলাম, হাফিজুল ইসলাম  ও মফিজুল ইসলাম সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মাঝরাতে ঐ গ্রামের হাফিজুলের স্ত্রী মীনা বেগম ওরফে লালমাই অসুস্থ হয়ে পড়ে কিছুক্ষণ পর তিনি মারা যান।

শনিবার তাকে দাফন করার পর হাজিরুল ইসলামের স্ত্রী পসিনা খাতুন অসুস্থ হয়ে পড়ে। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তিনি হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন। রবিবার ভোরে তিনি মারা যান। রবিবার দুপুরে দাফনের পর হাজিরুলের মা হাজেরা বেগম, মফিজুলের স্ত্রী আলেয়া খাতুন ও হাফিজুলের মেয়ে তানজিনা একই ধরণের সিমটমে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করে ওই পরিবারকে সাহস না হারানোর পরামর্শ দিয়েছেন এবং কি কারণে তাদের মৃত্যু হয়েছে তার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি