ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:৩৯, ১৮ জুন ২০১৯ | আপডেট: ২১:২০, ১৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আপনারা তো দেখছেন যে, ডিআইজি মিজান অলরেডি সাসপেন্ড হয়েছে, ওএসডি হয়ে পড়ে রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও সংস্থা সমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডিআইজি মিজান গ্রেফতার হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনি প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী শাস্তি বিধান হচ্ছে।

এক নারীকে জোর করে বিয়ে ও নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে।

এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় এর অনুসন্ধানে নামে দুদক। দায়িত্ব দেওয়া হয় দুদক পরিচালক এনামুল বাছিরকে।

সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। তিনি তার কাছে ৫০ লক্ষ টাকা চান বলে দাবি করেন।

এরই সূত্র ধরে দুদক পরিচালক এনামুল বাছিরকে তথ্য পাচারের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে ডিআইজি মিজানুর রহমানের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সোমবার ‘উচ্চ পর্যায়ের’ একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি