ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকসাসের দায়িত্বে সাগর-সাকিব, সাধারণ সম্পাদক আনাস

ঢাকা কলেজ প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৫৮, ১১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সকলের পরামর্শ ক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় (০৬) মাস করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ৷

আজ ১১ মার্চ (রোজ বৃহস্পতিবার)  ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

এতে দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় দুই জনকেই সভাপতি ঘোষণা করা হয়। সকলের পরামর্শক্রমে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক মো. বিল্লাল হোসেন সাগর প্রথম ছয় মাস (মার্চ, ২০২১-সেপ্টেম্বর, ২০২১) ও নাজমুস সাকিব শেষের ছয় মাস (অক্টোবর, ২০২১-মার্চ, ২০২২) দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে কোনো বিকল্প প্রার্থী না থাকায় সহ-সভাপতি হয়েছেন আবদুর রহিম (আমার সংবাদ)৷ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এ জেড ভূঁইয়া আনাস (আমাদের সময়.কম)৷ যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ), কোষাধ্যক্ষ আব্দুল হাকিম (আমাদের নতুন সময়), দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান (জাগো নিউজ)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রায়হান হোসেন (রাইজিং বিডি) ও দেলোয়ার হোসেন (দেশ রূপান্তর)  নির্বাচিত হয়েছেন৷

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি