ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সতর্ক থাকার পরামর্শ রাষ্ট্রপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১৭ মে ২০১৭ | আপডেট: ১৯:২৮, ১৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

সমাজ ও রাষ্ট্রের অনিষ্ট সাধনে যেন তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বর্তমানে বিশ্বব্যাপী সাইবার হামলার ব্যাপারেও নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তিনি। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
গত ৮ বছরে তথ্যপ্রযুক্তি খাতে আগের থেকে কয়েকগুন বেশি উন্নতি হয়েছে। থ্রি জি’র পর এখন ফোর-জি চালুর অপেক্ষায় দেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এবং উদ্বোধনের অপেক্ষায় দ্বিতীয় সাবমেরিণ ক্যাবল। এছাড়াও ডাক বিভাগের ডিজিটালাইজেশনসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পও চলমান।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে এখন আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখছে। এতো উন্নয়নের মাঝেও সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর দিকও রয়েছে। এব্যাপারে তাই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
বর্তমানে বিশ্বব্যাপী যে সাইবার হামলা চলছে, তা থেকে রক্ষা পেতে সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে একটি র‌্যালি বের করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সতর্ক থাকার পরামর্শ রাষ্ট্রপতির 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি