ঢাকা, শুক্রবার   ২৮ নভেম্বর ২০২৫

তারুণ্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: কাজী রফিকুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়া–১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, ‘তারুণ্যকে নিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই। এই তারুণ্যকে নিয়েই আমরা বগুড়া গড়তে চাই।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বগুড়ার সোনাতলার শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ শীর্ষক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাজী রফিকুল ইসলাম বলেন,‘এই তারুণ্যই হবে আমার শক্তি, এই তারুণ্যই হবে আমার সাহস। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামী দিনে সোনাতলা–সারিয়াকান্দির উন্নয়ন করব।’

তিনি বলেন, তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের প্রধান শক্তি হচ্ছে সাধারণ জনগণ। ঐক্যবদ্ধ শক্তি যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই শক্তিতেই এবার বগুড়াসহ সারাদেশে ধানের শীষের বিজয় হবে। 

তিনি আরও বলেন,‘সোনাতলার মানুষ ধানের শীষকে আমানত মনে করে, আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হৃদয়ের স্পন্দন হিসেবে দেখে। আগামী দিনে বগুড়ার সব কয়টি আসনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে আমরা আরও শক্তিশালী করবো।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় এই আসনে ধানের শীষের বিজয় হলে নদী ভাঙ্গণ প্রতিরোধসহ সারিয়াকান্দি-সোনাতলার বেকারত্বের সমস্যা নিরসনসহ হাসপাতালের আসন এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি সোনাতলা–সারিয়াকান্দির উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির সোনাতলা উপজেলা সাধারণ সম্পাদক মো. জিয়াউর হক লিপন, সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। 

সমাবেশে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি নানা শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এমআর//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি